ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামবাংলার আবহমান সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশও।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রতিযোগিতা শেষে তিনি এ কথা বলেন। জুয়েল আগামী নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।
তিনি বলেন, এক সময় লাঠিখেলা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা ছিল। বিশেষ করে কুষ্টিয়া জেলার রূপকথার মতো এই খেলা সারা দেশে সমাদৃত ছিল। আজ আমরা দৌলতপুরের রিফায়েতপুর হাই স্কুল মাঠে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যের একটি অসাধারণ প্রদর্শনী দেখতে পেয়েছি।
তিনি আরও বলেন, লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের প্রাণস্পন্দন। আমরা চাই, এই খেলাটি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক। এ জন্য প্রয়োজন সরকারের পক্ষ থেকে যথাযথ পৃষ্ঠপোষকতা ও অনুদান। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, ঐতিহ্যবাহী লাঠিখেলার সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোকে যেন সহযোগিতা করা হয়। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব।