সারাদেশ

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর


শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) রাত ৯টায় উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রবিউল ইসলাম (৪)। সে ওই গ্রামের রেজাউল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর।

স্থানীয়রা জানায়, শিশু রবিউল আনুমানিক রাত ৮টার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। এসময় হঠাৎ লিচুর একটি বিচি গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল। এর কিছুক্ষণ পর বিষয়টি টের পায় পরিবারের লোকজন। এসময় তারা বিচি বের করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এতে পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে জীবিত অবস্থায় পাইনি। পথেই তার মৃত্যু হয়েছে। তার গলায় লিচুর বিচি বের করা হয়েছে।

নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা কালবেলাকে জানান, গলায় বিচি আটকে মৃত্যুর ঘটনা শুনেছি। পরিবারের সদস্যরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।