সারাদেশ

লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) সকালে নয়াআটি মুক্তিনগর এলাকায় কিসমত মার্কেটের সামনে লেকের পানিতে মারদেহটি ভাসছিল।

পরে দুপুর ১২টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, সকাল ১০টার দিকে লেকের পানিতে লাশটি ভাসতে দেখা যায়। তখন পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশে আঘাতের চিহ্ন নেই। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।