সারাদেশ

‘শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নামকরণ করতে হবে’

‘শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নামকরণ করতে হবে’


শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

রোববার (১ জুন) টঙ্গীতে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

মঞ্জুরুল করিম রনি বলেন, টঙ্গী থেকে দুটি দাবি উত্থাপন করছি। একটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে ২/১ দল নির্বাচন পিছিয়ে দিতে চায়।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ টেনে তিনি বলেন, এই সরকারের উপদেষ্টারা লুটপাট করছেন। এই সরকার জুন পর্যন্ত থাকলে কী পরিমাণ দুর্নীতি হবে তার ঠিক নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও গত ১৬ বছরে ৪০০ কোটি টাকার মালিক হয়েছিল।

এসময় তিনি আরও বলেন, আমরা জনগণের উপর আস্থা রাখি, জনগণও আমাদের উপর আস্থা রাখে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জনগণের উপর আস্থা আছে বলেই আমরা নির্বাচন চাচ্ছি।

টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার উপস্থিত ছিলেন। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে টঙ্গী মিলগেটে ৫৫ নং ওয়ার্ডে বাংলাদেশের রাখাল রাজা খ্যাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে মঞ্জুরুল করিম রনি বলেন, তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিছবি দেখতে পাই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।