সারাদেশ

শেখ হাসিনাসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনাসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা


ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এ মামলায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ জনের নাম উল্লেখ করা আছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করা হয়।

অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ। মামলায় অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার মো. মুজাহিদুল ইসলামের মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বের হন। ওই মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য বের হয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে যেতে গেলে তার ওপরও হামলা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

এসপি মো. আব্দুল জলিল বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধাীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।