সারাদেশ

সড়কের মোড়ে মোড়ে শরবত, খেজুর ও খাবার বিতরণ

সড়কের মোড়ে মোড়ে শরবত, খেজুর ও খাবার বিতরণ


চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুশ উপলক্ষে নগরীর মোড়ে মোড়ে শরবত, খেজুর ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, দামপাড়া, জিইসির মোড়, দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট ইত্যাদি সড়কের মোড়ে পিকআপ নিয়ে শরবত বিতরণ করতে দেখা গেছে।

মুরাদপুর এলাকায় মো. নাজিম কালবেলাকে বলেন, আমরা প্রতিবছর নিজেদের উদ্যোগে জনসেবামূলক কাজ করি। বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না।

ফ্রিপোর্ট থেকে আসা ইসলাম কালবেলাকে বলেন, শরবত, খেজুর, শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। কোনো টাকা নিচ্ছে না। এগুলো হলো আত্মার সম্পর্ক।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মিলাদ আয়োজন—৫৪তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে কোটি মুসল্লির ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের মতো এবারও জশনে জুলুসের নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। বড় ভাই সৈয়দ মুহাম্মদ তাহির শাহ (মা.জি.আ.) বয়সজনিত অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে না পারায় ২০২৪ সাল থেকেই জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবার তার সঙ্গে আছেন সৈয়দ মুহাম্মদ তাহির শাহর (মা.জি.আ.) সন্তান সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ সাবির শাহর (মা.জি.আ) সন্তান সৈয়দ মেহমুদ আহমদ শাহ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।