সারাদেশ

সন্দ্বীপে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

সন্দ্বীপে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়


সন্দ্বীপ নৌরুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

রোববার (১ জুন) বিকেল ৫টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মিল্টন ভূঁইয়া, স্টিমার সার্ভিস দুই ট্রিপ করে দেওয়া, ফেরি রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা করে, উঠানামা দ্রুত ও নিরাপদ করার জন্য লালবোটের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন। পাশাপাশি সিট্রাকের ব্যবস্থা করা, গুপ্তছড়া ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, উভয় ঘাটে নৌপুলিশ মোতায়েন করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী কবির সোহেল, সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, সাবেক ছাত্রনেতা আবু সায়েম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাদ্দৌলা সজীব, উপজেলা মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার, বিএনপি নেতা আকতার ভুইয়া, রিদোয়ান বারী, সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুছা কলিম উল্লাহ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শরীফুল পলাশ, সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তারেক, যুবনেতা বিপুল, ইফতি, সোহেল রানা, জামাল উদ্দিন প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।