সারাদেশ

‘সমবেত কণ্ঠে চির বিদ্রোহী নজরুল’

‘সমবেত কণ্ঠে চির বিদ্রোহী নজরুল’



নেত্রকোনায় প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বানপ্রস্থে এই জন্মবার্ষিকী উদযাপিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ নেত্রকোণা শাখা এবং কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তন এর আয়োজন করে।

এতে অ্যাডভোকেট পূরবী কুণ্ডের সভাপতিত্বে নজরুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, খান মোহাম্মদ রেজাউল করিম, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান ও প্রফেসর নেলী বড়ুয়া। যৌথ উপস্থাপনা করেন, আবৃত্তিকার প্রদীপ কুমার চক্রবর্তী ও কবি পহেলী দে।

বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি ও বিদ্রোহের কবি। অনেকেই নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করেন। এ তুলনা অমূলক। নজরুলের প্রাসঙ্গিতা যুগ যুগ ধরে আছে ও থাকবে।

সঙ্গীতায়োজনে ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী মৌমিতা ধর, করবী সাহা ও অ্যাডভোকেট পূরবী কুণ্ডু। নৃত্য আয়োজনে ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক তমা রায়। তার পরিচালনায় তার  শিক্ষার্থীরা সমবেত সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তবলায় ছিলেন শোভন সরকার ও মন্দিরায় সুদর্শন বিশ্ব শর্মা।

‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন পাখা’এ গানটির সঙ্গীত পরিচালনা করেন নজরুল সঙ্গীত শিল্পী করবী সাহা টুম্পা। এই গানে সমবেত কণ্ঠে একক নৃত্য পরিবেশন করে  টুম্পার কন্যা কৌষানী রায় শ্রী। মা-মেয়ের এই পরিবেশনা অনুষ্ঠানে অন্যরকম এক আবহের সৃষ্টি করে। এ ছাড়া বিদ্রোহী কবিতার অংশবিশেষ আবৃত্তি করে শিল্পী ভট্টাচার্য। 



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।