চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভাতিজাকে সাঁতার শিখাতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে বলে স্বজনরা জানান।
সোমবার (০৯ জুন) দুপুরের দিকে উপজেলার আশিয়া ইউনিয়নে বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাথুয়া গ্রামের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। সে নাছির উদ্দীনের ছোট ভাই বাহার উদ্দিনের ছেলে। নাছির চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন আইরিয়ানের পরিবার। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করে। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাচা ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর কালবেলাকে বলেন, পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।