সারাদেশ

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি


খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সহসভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, সমাজের কথা সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার, খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ও উখিয়ার সাংবাদিক মোহাম্মাদ আমিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ঘটেছে। এগুলোকে আত্মহত্যা বলে চালানো হলেও তা নিয়ে অধিকতর তদন্তের প্রয়োজন। শুধু সাংবাদিক বলে কথা নয়, সারা দেশে প্রতিনিয়ত বিশেষ করে নদী থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। কিন্তু সরকার শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। সরকারে বসে তাদের সুশীল সাজার দরকার নেই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।