সারাদেশ

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক


বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ মো. হাসান (৩৪) নামের এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে জেলার মোংলা উপজেলার সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই শিকারিকে আটক করা হয়। আটককৃত মো. হাসান মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনের একটি দল মোংলা থানার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।