সাতক্ষীরায় ‘উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে জেলার শ্যামনগর থানার পদ্মপুকুর ইউনিয়নের ১৭৯নং চরচণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষত সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙন এসব অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোরী মেয়েরা ও কিশোর বয়সী জনগোষ্ঠী, যারা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী বলেন, ‘নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের মধ্য দিয়ে তৈরি হবে নতুন সমাজ।’
এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে নারী ও কিশোরীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চাঁদনীমুখা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাসিন হোসাইন বলেন, ‘নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।’
বিশেষ অতিথির বক্তব্যে চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আফরোজা আক্তার কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এগিয়ে আসার আহ্বান জানান।
আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের মধ্যে আরও বক্তব্য দেন- গাবুরা গোপাল-লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ইয়াছমিনুর রহমান লিংকন, পাখিমারা আমিনিয়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আজমল হোসেন প্রমুখ।
বক্তারা উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।