সারাদেশ

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 


সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ মুহূর্তে ঘটনার অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের কাজ— চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছেন তা জানা চেষ্টা করা। আর যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সব কাজেই চ্যালেঞ্জ থাকবে। জনগণ আর সরকার যদি পাশে থাকে তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথর বা সিলেটের পর্যটন এলাকার কোনো ক্ষতি করতে পারবে না।

দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এ ছাড়াও তিনি কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট গিয়ে নদী পথে ভোলাগঞ্জ ও ব্যাংকার এলাকায় পাথর লুট হওয়া সব এলাকা পরিদর্শন করেন। পরে সাদাপাথরে লুট হওয়া প্রত্যেকটি স্থান ঘুরে ঘুরে দেখেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।