সারাদেশ

সাপ আতঙ্কে ঘুম হারাম

সাপ আতঙ্কে ঘুম হারাম


যশোরের মনিরামপুরে একটি বসতঘর থেকে অর্ধশত সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহিরঘরিয়া গ্রামের মন্ডলপাড়া রবিণ বিশ্বাসের বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

বাড়ির মালিক রবিণ বিশ্বাস জানান, কয়েকদিন ধরে বসতঘরে ও আশপাশে কয়েকটি সাপের বাচ্চা চলাফেরা করতে দেখা যায়। সাপ আতঙ্কে নির্ঘুম রাতযাপন করতে হচ্ছে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে সাপুড়ে ডেকে আনা হয়। পরে বসতঘরের মাটির গর্ত থেকে অর্ধশত সাপের বাচ্চা ও সাপের ডিম উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো সাপুড়ে নিয়ে যায় এবং ডিমগুলো নষ্ট করা হয়।

সাপুড়ে দ্রুব বিশ্বাস জানান, সকাল ৮টা শুরু হয়ে দুপুর দেড়টার দিকে সাপ ধরা শেষ হয়। সাপগুলো গ্রামের ভাষায় কেউটে বা দেশি কালাচ সাপ বলা হয়। মন্ডলপাড়া একটি বসতঘরে গর্ত থেকে ৪৭টি সাপের বাচ্চা ও বেশকিছু সাপের ডিম উদ্ধার করা হয়। সাপগুলো আমার কাছে রয়েছে।

এদিকে সাপ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করে। আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের অনেকেই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।