সারাদেশ

সাভার সরকারি কলেজে দুর্নীতির অভিযোগে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সাভার সরকারি কলেজে দুর্নীতির অভিযোগে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ


সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে কলেজ চত্বরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ ড. আখতারুজ্জামান অতীতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে একাধিক অনিয়ম, দলীয়করণ ও প্রশাসনিক স্বেচ্ছাচারে জড়িয়ে ছিলেন। সাভার সরকারি কলেজে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি এবং শিক্ষার্থীদের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ‘এ উপাধ্যক্ষ শেখ পরিবারকে নিয়ে বই লিখে সরকারপন্থি ভাবমূর্তি গড়েছেন, অথচ ভেতরে ভেতরে তিনি দুর্নীতিবাজ, স্বৈরাচারী ও স্বজনপ্রীতির ধারক। আমরা তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এ সময় ‘দুর্নীতিবাজ উপাধ্যক্ষের পদত্যাগ চাই’, ‘আমরা শিক্ষা চাই, রাজনীতি নয়’, ‘স্বৈরাচার নিপাত যাক’—এমন স্লোগানে মুখর ছিল পুরো কলেজ ক্যাম্পাস।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আবেগ ও অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষক পরিষদের সভার মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ড. আখতারুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কলেজের একাডেমিক কর্মকাণ্ড শৃঙ্খলায় আনার চেষ্টা করলেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি একটি রুটিন চেয়েছি, সেটিও দেয়নি কেউ।’

উল্লেখ্য, শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর একটি লিখিত স্মারকলিপিও পেশ করেছেন। দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।