সারাদেশ

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা আটক

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা আটক


মানবতাবিরোধী মামলায় ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা নুরুল আবছারকে আটক করেছে জনতা। কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আত্মগপোনে ছিলেন তিনি।

জানা যায়, নুরুল আবছার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করি। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে স্বীকার করেছেন। সে সঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নং সাক্ষীদাতা হিসেবেও স্বীকার করেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজখবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।