সারাদেশ

সালাহউদ্দিন আহমদকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে রামুতে বিক্ষোভ

সালাহউদ্দিন আহমদকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে রামুতে বিক্ষোভ


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে কক্সবাজারের রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন) ছাত্রদল নেতা মোহাম্মাদুল হক জনির নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি রামু বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে ফুটবল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ পরবর্তী ইউটিউবার ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, ডা. মোহাম্মদুল হক জনি, রোকনুজ্জামান চৌধুরী, মনসুরুল হক, মো. শাহজাহান, নুরুল কবিরসহ অসংখ্য সিনিয়র নেতারা।

বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতাদের নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান। তা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।