সারাদেশ

সিলেটে যুবদল কর্মীকে হত্যা | কালবেলা

সিলেটে যুবদল কর্মীকে হত্যা | কালবেলা


সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ আগস্ট) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি হোসাইন আমুড়া ইউনিয়নের আজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এখনও কোনো মামলা হয়নি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।