সারাদেশ

সিলেটে ৭ যুগলের যৌতুকবিহীন বিয়ে

সিলেটে ৭ যুগলের যৌতুকবিহীন বিয়ে


সামাজিক সচেতনতার লক্ষ্যে ৭ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর রিসোর্টে ‘কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের’ আয়োজনে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’ উপজেলায় প্রতি বছর বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এবার তারা গণবিবাহের আয়োজন করে। যৌতুকবিহীন এই বিয়েতে তারা বর ও কনের পোশাকের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দিয়েছে। এ ছাড়া বর-কনের সংসারের প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং লেপ-তোশক দিয়েছেন আয়োজকরা।

গণবিবাহে বরদের পরনে ছিল পাঞ্জাবি ও পাগড়ি। কনেদের পরনে ছিল লাল বেনারসি শাড়ি। অনুষ্ঠানে রীতি অনুযায়ী খাওয়া-ধাওয়ার আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণবিয়ের অনুষ্ঠানে আসা বর-কনেরা জানান, আলাদা করে বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই তাদের। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি তাদের স্বজনরাও। স্বজনরা বলেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব তা কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে।

সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

যৌতুকবিহীন গণবিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান।

কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টার ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবিদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।