কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ঝিলংজা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রেপ্তারের সময় ডাকাত শাহীন তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শাহীন ডাকাত গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে স্বস্তি ফিরে আসে। সীমান্ত জনপদের এক আতংকের আরেক নাম ডাকাত শাহীন। তার অত্যাচারে অতিষ্ঠ সীমান্ত এলাকার লোকজন।
আরও জানা গেছে, তার বাহিনীর ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। ফলে বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীন। খুন, ডাকাতি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, একচ্ছত্রভাবে গরু ও মাদক পাচার নিয়ন্ত্রণ, মতের বিরোধ থাকা লোকজনকে এলাকা ছাড়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত তিনি।
পুলিশের তথ্য সূত্র বলছে, ১৯ মামলার পলাতক আসামি ডাকাত শাহীন। এসব মামলার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।
র্যাব-১৫ এর অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) আ. ম. ফারুক বলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাঝিরঘাটা গ্রামের পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন অস্ত্রধারী ডাকাত। তিনি দীর্ঘদিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।