সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

সীমান্তে অনুপ্রবেশে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি


চাঁপাইনবাবগঞ্জে জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় বাংলাদেশিদের হাতে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে (৪৩) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জোহরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন কালবেলাকে জানান, সীমান্তের শূন্যরেখার জমিতে বাংলাদেশি ছাগল চরাচ্ছিল। ছাগল তাড়াতে গিয়ে সে দেখে এক বিএসএফ সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, জহুরপুর বর্ডার আউট পোস্ট (বিওপি) -এর একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুরের সাতরশিয়া নামক স্থানে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি নামে এক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর নিকট হতে উদ্ধার করে। পরে বেলা সাড়ে ১১টার সময় আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে, উক্ত বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। এসময় পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।