সারাদেশ

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক


ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৪ পিস সোনার বারসহ রুহুল আমিন (৬৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তের আলিপুর তেঁতুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে সোনার বারগুলো আটক করে।

সোনার ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

সাতক্ষীরা সাতক্ষীরা ৩৩-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিপুল পরিমাণ একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির জোয়ানরা অভিযান চালায়। এসময় ভোমরার বিপরীতে ভারত সীমান্ত পিলার ২/৫ বাংলাদেশের ৪০০ গজ ভেতরে তেতুলতলা এলাকায় একটি ইজিবাইকে চ্যালেঞ্জ করে। এসময় ব্যাটারিচালিত ইজি বাইকে থাকা রুহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব্যবস্থাপনায় রাখা ৪ পিস স্বর্ণের বার ও একটি মোবাইল উদ্ধার করে বিজিবি।

আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে। উদ্ধারকৃত সোনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।