সারাদেশ

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ 

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ 


মেহেরপুরের মুজিবনগরে সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৩ মে) ভোর ৪টায় উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্ত দিয়ে এ পুশব্যাকের ঘটনা ঘটে। এ সময় ১০৫ ক্যাম্পের কমান্ডার মনমোহনের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে।

আটকরা হলেন, যশোর জেলার পুলেরহাট এলাকার বাসিন্দা সাইফুল হাসান, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের বাসিন্দা প্রজেনজিৎ দাশ, মাদারীপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখ, যশোর জেলার শার্শা থানার কন্যাদা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম, খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের বাসিন্দা সেজুতি রায়, নড়াইল জেলার সদর থানার পাংকোবিলা গ্রামের বাসিন্দা অর্চনা রানি সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বেদ্দনা গ্রামের বাসিন্দা দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা শেষে তাদেরকে একত্রিত করে বিএসএফ। পরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া মাঝপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়। সীমান্ত পার হওয়ার পরে তাদেরকে আটক করে তল্লাশি করে এবং ক্যাম্প হেফাজতে নেয় বিজিবি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, ১০ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে। তাদেরকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। বিজিবি পক্ষ থেকে তাদের নামে থানায় মামলা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।