সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু | কালবেলা

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু | কালবেলা


সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বজ্রপাত হলে এ দুজনের মৃত্যু হয়।

তারা হলেন- ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. আমির উদ্দিন (৩৮) ও শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক দেলোয়ার হোসেন (৪১)।

ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশ থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মারা যান মো. আমির উদ্দিন। পরে পুলিশ খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে গরু আনতে গেলে বজ্রপাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। ঘটনার পর ওই কৃষককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক রাখাল যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সদস্যদের তার বাড়িতে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।