সারাদেশ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা


সুনামগঞ্জ মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুসহ দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টানিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানান, দ্রুত হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হওয়া এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে কর্মসূচির অংশ হিসেবে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বললেও তারা তা মানতে নারাজ। পরে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।