সারাদেশ

সুন্দরবন থেকে ৪ জেলে গ্রেপ্তার

সুন্দরবন থেকে ৪ জেলে গ্রেপ্তার


পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্যের হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বন বিভাগ জানায়, অভয়ারণ্যে প্রবেশ ও মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেলেরা নিয়ম ভেঙে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিম অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তারসহ তাদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অভয়ারণ্যের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কড়া নজরদারিতে থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।