সারাদেশ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাটোরের সেই নারী

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাটোরের সেই নারী


নাটোরে জমি নিয়ে বিরোধে গরম পানিতে ঝলসে দেওয়া শাহানাজ নামের সেই নারী সেনাবাহিনীর সহায়তায় উন্নতি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সেনাবাহিনীর সদস্যরা তাকে সদর উপজেলার মোহনপুরের বাড়িতে পৌঁছে দেন।

সেনাপ্রধানের নির্দেশে এর আগে গত ১৫ জুলাই তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।

নাটোর সেনাক্যাম্প সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুন শাহানাজকে গুঁড়া মরিচ মিশ্রিত গরম পানিতে ঝলসে দেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। শাহানাজের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে শাহানাজের পাশে দাঁড়ায় সেনাবাহিনী।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।