সারাদেশ

সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট

সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট


রংপুরে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে পত্রিকায় মুড়িয়ে একটি সাবান দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূলহোতা নায়েক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার শিকার কাউনিয়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। চলতি বছরের ৭ জুলাই তিনি তিন মাসের ছুটিতে দেশে আসেন। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুর সুপার মার্কেট এলাকায় অভিযুক্ত নায়েক শেখ তার কাছে গিয়ে এবি ব্যাংকের অবস্থান জানতে চান। কথোপকথনের একপর্যায়ে নায়েক শেখ জানায়, তার কাছে ১০০ সৌদি রিয়াল রয়েছে, যা ভাঙাতে হবে। বাদী সরল বিশ্বাসে তাকে সহায়তা করে স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিস থেকে রিয়াল ভাঙিয়ে দেন। এ সময় আসামি ও বাদীর মধ্যে মোবাইল নম্বরও বিনিময় হয়।

পুলিশ আরও জানায়, সেদিন রাতেই আসামি বাদীকে ফোন করে জানায়, তার কাছে আরও ১০ লাখ সৌদি রিয়াল আছে। সেগুলো ভাঙাতে পারলে বাদী লাভবান হবেন বলে প্রলোভন দেখায়। পরদিন সকালে পায়রা চত্বর এলাকায় দেখা করতে বলেন আসামি। পরদিন সকালে ওমানপ্রবাসী জহিরুল পায়রা চত্বরে গেলে আসামি তাকে দেখায় যে তার কাছে বিপুল পরিমাণ রিয়াল রয়েছে। বাজারমূল্য হিসেবে ওই রিয়ালের দাম প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা হবে বলে জানায় আসামি। তবে আগে নগদ ৫ লাখ টাকা দিতে হবে, বাকি টাকা রিয়াল ভাঙানোর পর বুঝিয়ে দেওয়া হবে বলে শর্ত দেয়। পরে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে সেদিন সন্ধ্যায় শাপলা মোড় এলাকায় আসামি নায়েক শেখসহ অজ্ঞাত দুই ব্যক্তির কাছে ৫ লাখ টাকা হস্তান্তর করেন।

এরপর অভিযুক্তরা গামছা দিয়ে মোড়ানো এক ব্যাগ বাদীর হাতে দিয়ে দ্রুত সরে যায়। ব্যাগ খুলে বাদী দেখতে পান রিয়ালের পরিবর্তে খবরের কাগজে মোড়ানো একটি সাবান রাখা হয়েছে। এ ঘটনায় পরদিন জহিরুল ইসলাম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার নায়েক শেখকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।