সিলেটে নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ আহমদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযুক্ত সৈয়দ আহমদ আলী সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে নগরীর ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলা এলাকার বাঘমারায় নিখোঁজ কিশোরীকে উদ্ধার ও জাপা নেতা আটক না হওয়ায় প্রতিবাদ সভা করছেন স্থানীয় বাসিন্দারা।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবার সৈয়দ আহমদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকত। ভুক্তভোগী কিশোরী ১৭ এপ্রিল স্কুলের উদ্দেশে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না।
পরে আহমদ আলী স্কুলছাত্রীর মামাকে ফোন করে জানান, সে আমার সঙ্গে ভালো আছে, তাকে খোঁজাখুঁজি করার দরকার নেই। এ সময় পুলিশের কাছে গেলে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
এদিকে প্রতিবাদ সভায় ভুক্তভোগীর বাবা কেঁদে কেঁদে আহমদ আলীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দারা আহমদ আলীকে শিশু অপহরণকারী হিসেবে অভিযুক্ত করে তার বিরুদ্ধে সামাজিকভাবেও ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন কালবেলাকে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। নিখোঁজ স্কুলছাত্রীর মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ওই স্কুলছাত্রীকে নিয়ে জাতীয় পার্টির একজন নেতা উধাও হয়েছেন বলে আমরা অভিযোগ সূত্রে জেনেছি। তাদেরকে উদ্ধার করতে আমরা বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে রেখেছি এবং বিভিন্ন উপায়ে চেষ্টা করছি।