সারাদেশ

স্বর্ণালংকার নিয়ে চম্পট গৃহকর্মী, অতঃপর…

স্বর্ণালংকার নিয়ে চম্পট গৃহকর্মী, অতঃপর…


চট্টগ্রামে খুলশী থানার একটি বাসায় কাজ করতে এসে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান গৃহকর্মী। পরে সেসব জুয়েলারি দোকানে বিক্রি করেও দেন।

এ ঘটনায় নুর জাহান আক্তার (২৫) নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় সোনা বিক্রির নগদ টাকা তার কাছেই ছিল।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, শুক্রবার একটি বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগে মামলা রুজু হওয়ার পর তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় গৃহকর্মী নুর জাহানের সম্পৃক্ততা পাওয়ার পর ওয়াপদা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে স্বর্ণ বিক্রির ১ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করি।

তিনি আরও জানান, নুর জাহানের দেওয়া তথ্যমতে একটি জুয়েলারি দোকান থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।