সারাদেশ

স্বৈরাচাররা খেলার মাঠসহ প্রতিটা সেক্টর ধ্বংস করেছে : হামাদী হাসনাত

স্বৈরাচাররা খেলার মাঠসহ প্রতিটা সেক্টর ধ্বংস করেছে : হামাদী হাসনাত


স্বৈরাচাররা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে খেলার মাঠসহ প্রতিটি সেক্টর ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন যুবনেতা হামাদী হাসনাত।

রোববার (১৩ এপ্রিল) যশোরের মনিরামপুরের ১৩নং খানপুর ইউনিয়নের ঐতহ্যবাহী খামারবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গণে এক ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হামাদী হাসনাত বলেন, আমাদের খামারবাড়ি স্কুল মাঠ একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ। এখানে মতিউর মুন্না থেকে শুরু করে বাংলাদেশের অনেক নামি-দামি খেলোয়াড় খেলা করে গেছেন। কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি মাঠটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘকাল পড়েছিল। আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া বিশেষ কাউকে মাঠে খেলতে দেওয়া হয়নি।

তিনি বলেন, নির্দিষ্ট করে করে পছন্দের দলীয় লোকদেরই খেলতে দেওয়া হয়েছে। মাঠে কেউ খেলতে চাইলেও নিতে হয়েছে তাদের অনুমতি। আমরা সেই প্রথা ভাঙতে চাই। তার জন্যই আজ এই খেলার আয়োজন। এখন থেকে এই মাঠে নিয়মিত খেলা চলবে।

হামাদী বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় কিশোররা মাদকের দিকে ঝুঁকে পড়েছে। আমি আমার মুন্সীখানপুর যুবসমাজ তথা খানপুর ইউনিয়নের যুবসমাজকে সঙ্গে নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।

প্রসঙ্গত, ক্রিকেট টুর্নামেন্টে খানপুর ইউনিয়নের ৮টি দল লড়াই করে। বিজয়ী হয় সুন্দলপুর ও রানার্সআপ হয় বালিয়াডাঙ্গা ।

এ সময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, বিএনপি নেতা মেহেদি হাসান, ছাত্র নেতা লিটন, যুবনেতা মাঞ্জুর হাসানসহ আরও অনেকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।