সারাদেশ

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা


হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীভেবে পুলিশের গাড়িতে হামলা করেছে ডাকাত দল। এ সময় পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায়। শনিবার (২৫ মে) রাত ২টার দিকে উপজেলার শরীফ উদ্দিন সড়কের অঞ্জন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে বানিয়াচং উপজেলার শরীফ উদ্দিন সড়কের অঞ্জন ব্রিজের কাছে ১০/১২ জনের একদল ডাকাত কয়েকটি গাড়ি আটকে ডাকাতি করে। খবর পেয়ে কয়েকজন পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গেলে ডাকাতরা যাত্রীভেবে তাদের গাড়িতে হামলা করে। একপর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালারেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ডাকাতরা পুলিশের গাড়ি যাত্রীভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পরে পুলিশের ধাওয়ায় ডাকাতরা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।