সারাদেশ

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশু মাসুমের (৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে নিখোঁজ হয় শিশুটি। পরে ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা একই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত শিশু মাসুম সিলেট শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, তিন ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ছিলানী তাহিরপুর সংলগ্ন পাটলাই নদী থেকেই শিশু মাসুমের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবার সন্দেহ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মাসুমের স্বজনরা জানান, সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি টিম লালন তরী নামের এক হাউসবোট বুকিং করে তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসেন। চলতি পথে নিখোঁজ মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক হাউসবোট থেকে নিখোঁজ শিশুর বাবা পানিতে লাফ দিলেও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ থানায় আনা হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।