হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ কালবেলাকে বলেন, হাটহাজারী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মঞ্জুর কাদের ভুঁয়াকে পদায়ন করা হয়েছে। তিনি চকরিয়া থানার সাবেক ওসি। হাটহাজারী থানার সাবেক ওসি কাওসার ছুটিতে। তাকে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে। ছুটি থেকে ফিরে তিনি যোগদান করবেন।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলেছে। উভয়পক্ষের অনেকে আহত হন। এ সময় একাধিক যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ শুরু হওয়ার আগেই পোস্ট করা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।