সারাদেশ

‘হাড়িভাঙ্গা আম রংপুরের গর্ব’ | কালবেলা

‘হাড়িভাঙ্গা আম রংপুরের গর্ব’ | কালবেলা


রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেছেন, মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আমে রংপুরের অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে। হাড়ি ভাঙ্গা আম আমাদের রংপুরের গর্ব। জিআই পণ্য হিসেবে এই আম সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ। পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে খোড়াগাছ মন্ডলপাড়া গ্রামে আইয়ুব আলীর বাগানে আম ছিঁড়ে হাড়িভাঙ্গা আম বাজারজাতকরণের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, বিএনপির জেলা কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, নাজমুল হক (ইমন)।

স্বাগত বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন।

আম সংরক্ষণের জন্য একটি হিমাগার, রাস্তাঘাটের উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার জন্য আম চাষিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।