সারাদেশ

হাতিয়ায় নৌ-যোগাযোগ বন্ধ | কালবেলা

হাতিয়ায় নৌ-যোগাযোগ বন্ধ | কালবেলা


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৮ মে) সকালে ঘাটে গিয়ে নৌ-পুলিশ সদস্যরা এ আদেশ দেন। এর ফলে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার।

এদিকে হাতিয়াতে সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। মাঝেমধ্যে হচ্ছে বৃষ্টি। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা ৩নং সতর্ক সংকেতের আওতায় আছে। এ জন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।