সারাদেশ

হু হু করে বাড়ছে তিস্তার পানি, নদীপাড়ে আতঙ্ক

হু হু করে বাড়ছে তিস্তার পানি, নদীপাড়ে আতঙ্ক


উজানের ঢল ও কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে তিস্তা পাড়ের মানুষজন বড় ধরনের বন্যার আশঙ্কা করছে এবং যে কোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে তিস্তা পাড়ের মানুষ।

এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (০১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। এতে করে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এর আগে, শনিবার (৩১ মে) বিকেল ৩টায় পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ২৭ সেন্টিমিটার।

জানা গেছে, টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, কয়েকদিন ধরে টানা বর্ষণের তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। আমার ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজানে ভারতের সিকিম ও ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে তিস্তার পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। পানি এখনও বিপৎসীমার নিচে আছে, তবুও আমরা সতর্ক আছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।