সারাদেশ

হেফাজতের আলটিমেটাম, সেই কলেজ শিক্ষক নাদিরাকে বদলি

হেফাজতের আলটিমেটাম, সেই কলেজ শিক্ষক নাদিরাকে বদলি


হেফাজতে ইসলামের ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটামে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সরকারি কলেজ থেকে তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই বদলি আদেশ দেওয়া হয়েছে।

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূইয়া কালবেলাকে বলেন, তাকে সুনির্দিষ্ট কী কারণে বদলি করেছে এটা আমি নিশ্চিত না। এটা মাউশি বলতে পারবে। তবে ধারণা করা যায়, তার বিরুদ্ধে গেল কয়েক দিনের আন্দোলনের কারণেও বদলি হতে পারে।

নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন রয়েছে। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।

এ ঘটনায় হেফাজত নেতারা নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করে বলেন, মুসলিমদের পবিত্র কোরআন শরিফসহ ইসলাম ধর্ম ও হেফাজতে ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যার ফলে জেলাজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয় মুসলিম ও হেফাজত ইসলামসহ কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। আর তাতেই নরসিংদী উত্তপ্ত হয়ে ওঠে। তাই এই বিতর্কিত কলেজ শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে হেফাজতসহ কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে।

আন্দোলনের অংশ হিসেবে রোববার (২৫ মে) নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সদস্যরা শহরের শিক্ষা চত্বরে এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় এই শিক্ষককে দ্রুত বদলির আল্টিমেটাম দেওয়া হয় হেফাজতের পক্ষ থেকে। হেফাজতের এমন আল্টিমেটামে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর আন্তরিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ এক প্রজ্ঞাপনে নাদিরা ইয়াসমিনকে ওএসডি করা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।