সারাদেশ

১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত

১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১০ দিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।

শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক, কমলগঞ্জ উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সিনিয়র সহসভাপতি, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ চা বাগান হতে অজগর সাপটি উদ্ধার করা হয়। রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণ শেষে সুস্থ অবস্থায় অজগরটি অবমুক্ত করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।

এর আগে গত ৩০ মার্চ শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগান এলাকা থেকে লাউয়াছড়া বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখে।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যের সংকটে বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে বের হয়ে আসছে। বিশেষ করে সংরক্ষিত বনের অজগর লোকালয়ে মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।