সারাদেশ

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা’

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা’


পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোবাইলে এ হুমকি দেন তিনি। সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর সাংবাদিক বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে যুবদল নেতাকে বলতে শোনা গেছে, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইটে গেলি ক্যা। কীসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে। সাইটে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখে নেব।’

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে হুমকি দিয়ে অশ্লীলভাবে গালিগালাজ করেন। গতকাল রাতে এ বিষয়ে আমি বাউফল থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা সমাজেন দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা দুঃখজনক।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।