সারাদেশ

১৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর ধরা

১৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর ধরা


ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে সজিব আহমেদ ও তার শ্বশুর মো. রইছ উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সজিবের দেহ ও ঘর তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, শ্বশুর রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে সিম তুলে সজিব মাদক কারবার করে আসছিল। ইয়াবা জব্দের ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।