সারাদেশ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকার টোল আদায়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকার টোল আদায়


পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে উত্তরাঞ্চলের মানুষের কর্মস্থলে ফেরার শেষদিনে যমুনা সেতুতে দুই কোটি ৬৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। এদিন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়।

রোববার (৬ এপ্রিল) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৭৯৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৪ হাজার ৮৭২ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২৭ হাজার ৯২৬টি যানবাহন চলাচল করেছে।

তিনি আরও বলেন, এসব যানবাহনের মধ্যে বাস চলাচল করেছে ১৩ হাজার ৩০০, ট্রাক ৪ হাজার ৬৩৯, অন্যান্য হালকা যানবাহন ১৩ হাজার ৬২৭ এবং মোটরসাইকেল চলাচল করেছে ১১ হাজার ২৩২টি। মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। পূর্ব টোলপ্লাজায় এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা।

এর আগে শনিবার (৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮২১টি যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০ টাকা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।