সারাদেশ

৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর

৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর


ফেনীতে হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (০৩ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার পশ্চিম সুপারীওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবারক হোসেন প্রকাশ মাওলা (৪৫) ফেনী সদর মডেল থানার মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৬ সাল থেকে পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার পশ্চিম সুপারীওয়ালা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোবারক হোসেন প্রকাশ মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ফেনী সদর মডেল থানার মামলা নং-২০, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৬ইং, ধারা- ৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার সাজাপ্রাপ্ত আসামি।

পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে আসামি মোবারক।

ফেনী ক্যাম্পের অধিনায়ক রবিউল হাছান সরকার জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।