সারাদেশ

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাওনা ৪০০ টাকার জন্য গাজী মাহমুদ (১৮) নামে এক যুববকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গাজী মাহমুদ মারা যায় বলে পুলিশ নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর মধ্যপাড়া গ্রামে চৌধুরী মিয়ার ছেলে গাজী মাহমুদ ও একই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে আলীম (১৯) দুই বন্ধু। দুইজনেই পেশায় গরুর রাখাল। কয়েক মাস আগে গাজী মাহমুদের কাছ থেকে বন্ধু আলীম ৪০০ টাকা ঋণ নিয়েছিল। গত মঙ্গলবার বাড়ির পাশে মফিজের দোকান সংলগ্ন পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্কবির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর আলীম লাঠি নিয়ে এসে পিছন থেকে মাহমুদের মাথায় আঘাত করে রক্তাক্ত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করার দুদিন পর বৃহস্পতিবার মারা যায় মাহমুদ। ঘটনার পর থেকে ঘাতক আলীম গ্রাম ছেড়ে পালিয়েছে।

নিহতের বাবা চৌধুরী মিয়া বলেন, মাত্র ৪০০ টাকার জন্য আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. রকনুজ্জামান বলেন, হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।