সারাদেশ

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা


কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার সেই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও করা হয়নি। গত শুক্রবার (২৭ জুন) তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করাতে নিয়ে গেলেও শেষে মত পরিবর্তন করেন তিনি। এতে তার পরীক্ষা করানো যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মামলা হয়, এরপরই তাকে পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগীর এক আত্মীয় জানান, গ্রেপ্তার ফজর আলীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে তিনি মারা যেতে পারেন বলে ওই নারী ও তার পরিবারকে ভয় দেখানো হয়। এরপর তিনি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মামলা নিয়েও অনীহার কথা বলেন। তবে পুলিশ চাইলে ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা করাতে চান বলেও জানান তার আত্মীয়।

ব্লাস্ট কুমিল্লার অ্যাডভোকেট শামীমা জাহান বলেন, ধর্ষণের মামলার ক্ষেত্রে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার বিষয়টির গুরুত্ব বুঝিয়ে শুক্রবারই পরীক্ষা করানোর দরকার ছিল। এখন দেরিতে হলেও ওই নারীর ডাক্তারি পরীক্ষাসহ তার বস্ত্রের ডিএনএ নমুনা দেওয়া জরুরি। না হলে মামলার ক্ষেত্রে বড় ধরনের ক্রটি থেকে যাবে। শরীরে আলামত থাকতে ডাক্তারি পরীক্ষা করানো গেলে আরও ভালো হতো।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমীন সুলতানা বলেন, আইনেই বলা আছে, ভিকটিম নারী যদি ডাক্তারি পরীক্ষা করাতে না চান তাহলে তা করা যাবে না। জোর করে ডাক্তারি পরীক্ষা আইনের বিধানে নেই।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে চেষ্টা করেছি। তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। এখন রাজি হলে করানো হবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, ওই নারীকে ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে সবার সহযোগিতা জরুরি। নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।