সারাদেশ

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি 

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি 


ময়মনসিংহের ভালুকা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

গ্রেপ্তার মো. আনারুল ইসলাম (৩৬) উথুরা ইউনিয়ন হাতিবেড় এলাকার আব্দুল কাদেরের ছেলে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের মাছের প্রজেক্ট সংলগ্ন স্থানে যায়। এ সময় অভিযুক্ত আনারুল শিশুটিকে গাছ থেকে তেঁতুল পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে মফিজুল রহমান মাস্টারের পরিত্যক্ত বাড়ির ভিতর আমড়া গাছের নিচে নিয়ে ধর্ষণচেষ্টা করে। তখন শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধর্ষক আনারুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

এদিকে ভুক্তভোগী শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদী ভুক্তভোগী শিশুটির ভাই মবিন হোসাইন কালবেলাকে বলেন, আমার বোনের অবস্থা বেশি ভালো না। তাকে ওটিতে নেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ সময় তিনি কান্নারত কণ্ঠে বলেন, আমার শিশু বোনের বয়স যখন আড়াই বছর তখনও ওই (আনারুল ইসলাম) ব্যক্তি ধর্ষণচেষ্টা করে, সেটা আমার মা জানত। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করার ভয়ভীতিসহ বাড়িঘর ভাঙচুরের হুমকি দিচ্ছে আনারুলের পরিবার।

উথুরা ইউনিয়ন ১নং হাতিবেড় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুল বলেন, ধর্ষণ হয়েছে তা কতটুকু সঠিক বা মিথ্যা এটা তো জানতে পারলাম না। কেউ আমাদের কাছে আসেনি। যদি অন্যায় করে তাহলে বিচার হোক আমিও চাই।

ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, গত ১০ এপ্রিল পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টা চালায় আনারুল নামে এক যুবক। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিটুনিতে আহত আনারুল চিকিৎসাধীন। আমরা আরও সতর্ক আছি যাতে এ ধরনের ঘটনা না ঘটে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।