দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মাঠের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার, পোস্টার, ফেস্টুন আর রঙিন সাজসজ্জায় সম্মেলনস্থল ঘিরে ফেলেছে নেতাকর্মীরা।
আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম।
সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় পরিসরে ঠাকুরগাঁওয়ে বিএনপির কোনো সম্মেলন হয়নি। এ আয়োজন আমাদের দলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।