ব্যবসা

যেসব ব্যাংকে পাবেন নতুন টাকা

যেসব ব্যাংকে পাবেন নতুন টাকা


বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনছে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

আজ সোমবার (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখায় সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ শুরু হয়েছে।

নতুন নোট সংগ্রহ করা যাবে ১১টি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। এগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নতুন নোটে আধুনিক ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

এবার বাজারে ছাড়া নতুন নোটগুলোর মধ্যে রয়েছে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকার নোট। ১০০০ টাকার নতুন নোটের আকার ১৬০ মিমি বাই ৭০ মিমি। নোটটিতে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ সংখ্যাটি এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সামনে জাতীয় স্মৃতিসৌধ, শাপলা ফুল এবং পেছনে সংসদ ভবনের ছবি রয়েছে। নিরাপত্তা ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে রং পরিবর্তনশীল কালি, মাইক্রোপ্রিন্ট, আল্ট্রাভায়োলেট কালি, নিরাপত্তা সুতা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উঁচু বৃত্ত।

৫০ টাকার নতুন নোটের আকার ১৩০ মিমি বাই ৬০ মিমি। সম্মুখভাগে রয়েছে আহসান মঞ্জিল এবং পেছনে প্রয়াত শিল্পী কামরুল হাসানের আঁকা ‘সংগ্রাম’ চিত্রকর্ম। এতে রয়েছে নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ছুঁয়ে বোঝার জন্য ২টি বৃত্ত।

২০ টাকার নোটের আকার ১২৭ মিমি বাই ৬০ মিমি। সম্মুখভাগে রয়েছে কান্তজিউ মন্দির এবং পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। নিরাপত্তা হিসেবে থাকছে জলছাপ, নিরাপত্তা সুতা, See By way of ইমেজ ও মাইক্রোপ্রিন্ট।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।