চলতি বছরের অন্যতম প্রত্যাশিত মিউজিক ইভেন্ট ‘অড সিগনেচার লাইভ’ কনসার্টটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আগামী ১ আগস্ট রাজধানীতে এ কামব্যাক শোটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকরা এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, কনসার্টটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থগিতের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক কারণ—অড সিগনেচার পরিবারের অত্যন্ত প্রিয় একজন সদস্য এ কে রাতুলের আকস্মিক মৃত্যু। তিনি কনসার্টে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও, তার অকাল প্রয়াণে মিউজিক কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।
ব্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের। তিনি থাকবেন না—এ বাস্তবতা মেনে নেওয়া আমাদের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক।’
এ ছাড়া আয়োজকরা উল্লেখ করেছেন, সম্প্রতি মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির মতো হৃদয়বিদারক ঘটনাও তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এ প্রেক্ষাপটে দলটি সিদ্ধান্ত নিয়েছে, কিছুটা সময় নিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে তারা নতুন তারিখে কনসার্টটি আয়োজন করবেন।
তবে ভক্তদের আশ্বস্ত করে তারা আরও জানিয়েছেন, শো হবে এবং তা আগস্ট মাসের মধ্যেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে শিগগিরই তারা নতুন তারিখ জানিয়ে দেবেন।
২০২৪ সালে অড সিগনেচার ব্যান্ড ভয়ংকর একটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়ালের মৃত্যু হয়। এরপর থেকেই দলটির সব ধরনের স্টেজ শো বন্ধ ঘোষণা করা হয়। এবার ১ আগস্ট স্টেজে ফেরার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত করা হয়েছে।