বিনোদন

অপুকে যে পরামর্শ দিলেন শাকিব 

অপুকে যে পরামর্শ দিলেন শাকিব 


ঢাকাই ছবির এক সময়ের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। বুবলীর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতার সূত্র ধরে সন্তানসহ মিডিয়ার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

তবে শেষ পর্যন্ত অপুর সঙ্গে বিচ্ছেদ করে শাকিব। একটা সময় বুবলীর অপুর সঙ্গে কিং খানের সম্পর্কের দূরত্ব বাড়ে। বুবলীর সন্তানসহ সামনে আসেন। এই নায়িকার সঙ্গেও শাকিবের সম্পর্ক টেকেনি। অপু-বুবলী দুই নায়িকার দ্বন্দ্ব চলতেই থাকে। সোশ্যাল মিডিয়াতে এখনও শাকিবকে নিয়ে মাতামাতি করেন তারা।

মূলত শাকিবের কাছে কার গুরুত্ব বেশি সেটি সামাজিক মাধ্যমে জানান দিতেই তাদের এই লড়াই।

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসেঙ্গ বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।

এরপর বুবলীও সাবেক স্বামীর তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে।

নেটিজেনদের ধারণা, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলী।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

অপুর ভাষ্য, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— বলছিলেন অপু বিশ্বাস।

এর আগে অপুকে খোঁচা বুবলী বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।